যার স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা স্কোয়াড প্রকাশ করেছে আইসিসি।
যেখানে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। গত বছরে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২ গড়ে ৩৭৮ রান করেছিলেন তিনি। একটি সেঞ্চুরি রয়েছে তারা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন আরেক মারকুটে ব্যাটার ট্রাভিস হেড। ১৫ ম্যাচে ৩৯ গড়ে ৫৩৯ রান করেছেন তিনি। চারটি অর্ধশতক রয়েছে তারা।
ওয়ান ডাউনে সুযোগ পেয়েছেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। ১৭ ম্যাচে ৪৬৭ রান করা এই ব্যাটারের রয়েছে একটি সেঞ্চুরি। ২৪ ম্যাচে ৬ ফিফটিতে ৭৩৮ রান করা বাবর আজমও রয়েছে এই তালিকায়। তাদের সঙ্গে রয়েছেন নিকোলাস পুরানও। ২১ ম্যাচে ৪৬৪ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার।
দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা না পেলেও আইসিসির বর্ষসেরা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্ডার রাখা। ২৪ ম্যাচে ৫৭৩ রানের পাশাপাশি ২৪ উইকেটও রয়েছে এই রোডেশিয়ান অলরাউন্ডারের ঝুলিতে। অলরাউন্ডার কোটায় জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। ১৭ ম্যাচে ৩৫২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেছেন তিনি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবার সেমিফাইনালের টিকিট পেয়েছিল আফগানিস্তান। দলের অবদানে বিশেষ ভূমিকা পালন করেছিলেন রশিদ খান। ২০ ম্যাচে ১৭৯ রান ও ৩৮ উইকেট শিকার করে আইসিসির বর্ষসেরা স্কোয়াডেও রয়েছেন তিনি। তারপর রয়েছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন তিনি।
পেস ইউনিটে রয়েছে ভারতীয়দের দাপট। জাসপ্রিত বুমরাহ ও আর্শদ্বীপ সিংকে রাখা হয়েছে এই স্কোয়াডে। গত বছর ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন বুমরাহ এবং ১৮ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছেন আর্শদ্বীপ সিং।