আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ||
২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৫:৫৭ অপরাহ্ন
ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন সাফজয়ী সুমাইয়া!
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবল খেলোয়াড়দের বনিবনা হচ্ছে না বেশ কিছুদিন ধরেই। ঘটনা এতদূর গড়িয়েছে যে অনুশীলন বয়কটের পাশাপাশি গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।
এমন পরিস্থিতিতে সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া জানালেন ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মাতসুশিমা সুমাইয়া লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপ লিগ কাপ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের যাত্রা আমার কাছে অম্ল-মধুর ছিল। ’
মাতসুশিমা সুমাইয়া আরও যোগ করেন, ‘যখন আমি এ পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা-মা চান তারা শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুক। আমি দেখাতে চেয়েছিলাম যে, আবেগ ও সংকল্প যেকোনো বাধা ভেঙে দিতে পারে। কিন্তু আজ, আমি এখানে আফসোস নিয়ে বসে আছি- আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু এমন একটি দেশের সেবা করার জন্য উৎসর্গ করেছি, যারা আমাদের সংগ্রামের প্রশংসা করতে জানে না।’
সুমাইয়া আরও জানান, ‘আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সে সম্পর্কে আমার ও সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম ক্ষমতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি- এমন শব্দ যা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা আমি কল্পনাও করিনি। আমি জানি না এই ট্রমা থেকে বেরিয়ে আসতে আমার কতদিন লাগবে। তবে আমি জানি যে কেবল তাদের স্বপ্ন পূরণের জন্য কাউকেই এমন অবস্থার মধ্য দিয়ে যেতে না হয়।