আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ||
৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০২:৩৩ অপরাহ্ন
১৩ বছর পেরিয়ে গেল, সাগর-রুনি হত্যা রহস্য এখনও উন্মোচন হয়নি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
ফাইল ছবি
সফিক আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। ২০১২ সালেরর ১১ ফেব্রুয়ারি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তারা।
আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১১৫ বার। তবু আশা ছাড়েনি পরিবার, বিচারের প্রতীক্ষায় দিন গুনছেন তারা। ঘুরছেন আদালতের বারান্দায়। আগামী ২ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
র্যাবের পরিবর্তে পিবিআইয়ের তদন্তের অগ্রগতি দেখতে চান সাগরের মা সালেহা মনির। তারা মৃত্যুর আগে সন্তানের খুনিদের বিচার দেখে যেতে চান।
সাগর সরওয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং তার স্ত্রী মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। ২০১২ সালের এদিন রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এই দম্পতি।
সাগর-রুনি হত্যার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দ্রুত রহস্য উদ্ঘাটনের এবং খুনিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রথমে শেরেবাংলা নগর থানার পুলিশ, পরে ডিবি দুই মাস এবং সর্বশেষ ২০১২ সালের এপ্রিল থেকে র্যাব প্রায় সাড়ে ১২ বছর তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এখনো অজানাই থেকে গেছে, তাদের খুনি কে বা কারা, কেন খুন হয়েছেন।
অবশ্য গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে তোড়জোড় শুরু হয়। হাইকোর্টের নির্দেশে ২৩ অক্টোবর পিবিআইপ্রধানকে নিয়ে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তদন্তভার পাওয়ার পর পিবিআই এরই মধ্যে বিশিষ্ট সাংবাদিক, একটি টেলিভিশন চ্যানেলের মালিক, সাবেক পুলিশ কর্মকর্তাসহ ৬২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এই মামলায় কারাগারে থাকা পাঁচজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।