চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ২০০৯ সালের পর লম্বা সময় পাকিস্তান সফরে যায়নি কোনো দল। নিরাপত্তা ইস্যুতে দেশটির অবস্থা ছিল উত্তপ্ত।
সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা। এখনও নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দল পাঠায় না পাকিস্তানে। তবু, ২৯ বছর পর পাকিস্তানে ফিরেছে আইসিসির কোনো ইভেন্ট। আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।
ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। আয়োজক পাকিস্তান থাকলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। উদ্বোধনী ম্যাচে অবশ্য স্বাগতিক পাকিস্তান খেলবে ঘরের মাঠেই। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার। আরব নিউজে আজ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে লাহোর ও করাচিতে ২০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। থাকছে প্যারা-মিলিটারি, গোয়েন্দা সংস্থার তদারকি।
দুটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় ১০ হাজার এআই জেনারেটেড সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যেখানে চেহারা শনাক্ত করা যাবে স্বয়ংক্রিয়ভাবে। এছাড়া, লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ হাজারের বেশি পুলিশ সদস্য। যার মধ্যে থাকবেন ১২ জন সিনিয়র অফিসার, ৩৯ জন ডিএসপি, ৮৬ জন পরিদর্শক, ৭০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ জন কনস্টেবল এবং ১২৯ জন নারী পুলিশ।
রাওয়ালপিন্ডিতে দায়িত্ব পালন করবেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য। এর মধ্যে থাকবেন ৬ জন সিনিয়র অফিসার, ১৫ জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য।
সবমিলিয়ে নিরাপত্তায় কোনো ছাড় দিতে নারাজ পাকিস্তান। প্রায় তিন দশক পর বড় আয়োজনের দায়িত্ব ভালোভাবে সামলাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে পাকিস্তান।