স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম : সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিল বাংলাদেশ দল। দেশে ফিরতে না পারা ও বোলিং নিষেধাজ্ঞা কাল হয়ে দাঁড়ায় এই বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে।
বেশ কয়েকটি লিগে নাম লেখালোও শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত তিনি। তবে অবশেষে মাঠে ফিরছেন সাকিব।
পাঁচটি দল নিয়ে আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। উদ্বোধনী দিনে দলটি মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানসের।
সাকিব ছাড়াও বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন।
বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে, যার নাম হবে বাংলাদেশ টাইগার্স। এই দলে বাংলাদশের মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম ও তুষার ইমরান। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালেরও তাদের সঙ্গী হওয়ার কথা ছিল। তবে বাঁহাতি ওপেনার এবারের লিজেন্ডস লিগে খেলছেন না।
দলের বাকি সদস্যদের মধ্যে, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমউদ্দিন রয়েছেন।
মজার ব্যাপার হচ্ছে, আগামী ১২ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং কাপালিকে, যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে।