আজ শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ||
১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৭:০৭ অপরাহ্ন
আমাদের জীবনের ভিভিআইপি মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা: কিরণ
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ফাইল ছবি
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: এ মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। কারণ তার জীবনে নতুন প্রেম এসেছে।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) অভিনেতার ছিল ৬০তম জন্মদিন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের উপস্থিতিতে জন্মদিন পালন করার সময় আমির তার নতুন বান্ধবীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। জানা যায়, গৌরী স্প্র্যাট নামের ওই নারীর সঙ্গে আমিরের প্রায় ২৫ বছরের বন্ধুত্ব। কিন্তু সাবেক স্বামীর নতুন সম্পর্কের খবরে বলিউড যখন সরগরম, তখন আমিরকে জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানালেন কিরণ রাও।
সামাজিক মাধ্যমে আমির ও ছেলে আজাদের সঙ্গে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সাবেক আমিরপত্নী। সেখানে আমিরকে ‘ঠগ্স অব হিন্দুস্তান’, ‘দঙ্গল’সহ তার অভিনীত একাধিক সিনেমার চরিত্রের লুকে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে কিরণ লিখেছেন— আমাদের জীবনের ভিভিআইপি মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার ভালোবাসা, আলিঙ্গন এবং সর্বদা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে ভালোবাসি।
২০০২ সালে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে অভিনেতার বিবাহবিচ্ছেদ হয়। তিন বছর পর কিরণকে বিয়ে করেন আমির খান। কিন্তু ২০২১ সালে কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আমির। যদিও তারা এখনো সন্তানকে যৌথভাবেই বড় করে তুলছেন। এমনকি কিরণের সাম্প্রতিক ছবি ‘লাপতা লেডিজ’-এ প্রযোজক আমির। তবে এবার আমিরের নতুন সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে গৌরীর সঙ্গে আমির বিয়ে সারবেন কিনা, তা নিয়েও কৌতূহলী অনুরাগীরা।