আজ শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ||
১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৪:২৯ অপরাহ্ন
ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন নেইমার
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম : দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিরলেও আবারও সেই চোট ছিটকে দিয়েছে তাকে। চোটের কারণে এবারও বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবেন না নেইমার।
কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য তাকে দলে ডাকা হয়েছিল। দুর্ভাগ্য উঁরুর চোটে মাঠের বাইরে থাকতে হচ্ছে আবার।
সান্তোসের হয়ে ব্রাগান্তিনোর বিপক্ষে খেলার সময়ই ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব হয় নেইমারের। যে কারণে মাঠ ছেড়ে যান তিনি। পরের ম্যাচে করিন্থিয়ান্সের বিপক্ষে পওলিস্তা চ্যাম্পিয়ন্সশিপের সেমিফাইনালে খেলতে পারেননি। শঙ্কা দেখা দিয়েছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে ব্রাজিলের, সেখানে থাকতে পারবেন কি না।
শুধু নেইমারই নন, ব্রাজিল দলে বড় ধাক্কা লেগেছে আরও দুটি। ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন এবং ফ্লামেঙ্গো’র ডিফেন্ডার দানিলোও চোটে পড়েছেন। যে কারণে এ দু’জনকে বাদ দেয়ার কথাও জানিয়েছে সিবিএফ।
এই তিন জনের জায়গায় ব্রাজিল দলে ডাকা হয়েছে নতুন তিন তারকাকে। রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক, লিওঁর গোলরক্ষক লুকাস পেররি এবং ফ্লামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো সুযোগ পেলেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে।
বাছাইয়ে ২০ মার্চ ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। পাঁচদিন পর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার।