রবিবার, ১৬ মার্চ, ২০২৫
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: প্রকাশ্যে এসেছে ‘বরবাদ’ সিনেমার প্রথম গানের দ্বিধা! প্রেমে পড়ায় অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স!
ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব ও গায়ক প্রীতমের ইউটিউবে উন্মুক্ত হয়।
বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।