আজ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ||
৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৫:৪৪ পূর্বাহ্ন
পাটের ব্যাগ সহজলভ্য করতে উদ্যোগ নেবে সরকার
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ফাইল ছবি
আসলাম আলম, নিজস্ব প্রতিনিধি: পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। পাটব্যাগ বাজারে সহজলভ্য করতে উদ্যোগী সরকার।
আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজারগুলোর সভাপতি বা সম্পাদক নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন এ কথা বলেন।
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, ‘পাটের ব্যাগকে আমরা সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা হলো এ ব্যাগ পুনরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী ও পরিবেশ উপযোগী। এটার বিপণন সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কীভাবে বেশি বিপণন করা যায়, কী ধরনের সাইজ হবে- তা আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। ’
মতবিনিময়ের সময় বাজারগুলোর প্রতিনিধিরা পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করা ও কম দামে ব্যাগের চাহিদার কথা জানান। একইসঙ্গে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের পক্ষে মত দেন।
এ সময় উত্তরা-বাড্ডা কাঁচা বাজার সভাপতি হাজী আব্দুল হালিম বলেন, ‘বিভিন্ন সাইজের ব্যাগের সরবরাহ দিতে হবে। এজন্য ডিলার রাখলে তা (পাটব্যাগ) পাওয়া সহজ হবে।’
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান ও মো. সেলিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিনিধিসহ ঢাকা মহানগরের বাজার প্রতিনিধিরা।