আসলাম আলম, নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে চার কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।
আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এ ছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে ৯ হাজার ৮৫২টি মোটরসাইকেল পারাপার হয়েছে।