শুক্রবার, ০২ মে, ২০২৫
লিটন মোল্লা, নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আজ বুধবার (২ এপ্রিল) লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
‘পার্কে হুইল চেয়ারে ঘুরেছেন খালেদা জিয়া’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্কে ঘুরানো একটি ভিডিও প্রকাশের বিষয়টি ঠিক কিনা জানতে চাইলে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, গতকাল (মঙ্গলবার) হুইল চেয়ারে করে জাস্ট উনাকে (খালেদা জিয়া) গাড়ি থেকে নামিয়ে ঘুরানো হয়েছিল। আবহাওয়াটা… শীত কম ছিল সেজন্য কিছুক্ষণ ঘুরানো হয়েছিল। একুট মন ভালো লাগার জন্য… উনাকে স্থানীয় একটি পার্কে (সাউথ-ওয়েস্ট ইনার লন্ডনে) গাড়ি থেকে নামিয়ে ঘুরানো হয়েছিল এই আর কি। পার্কের নানা রঙের ফুল-বাগান… এগুলো দেখালে ম্যাডামের একটু ভালো লাগবে এই চিন্তা করে এটা করা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন যে, যদি ওনাকে একটু হাঁটাতে পারলে ভালো হয়… ওনাকে যদি পারো গাড়ির মধ্যে বসিয়ে ঘুরানোর চেষ্টা করতে পারো… এটাতে ওনার মানসিক প্রশান্তির যেমন আসবে, শারীরিক সজীবতাও আসবে।
ডা. জাহিদ বলেন, এখানকার পার্কের ভেতরে তো গাড়ি চালানো যায়, গাড়ির আলাদা রাস্তা আছে… ওনাকে গাড়িতে করে ঘুরাতে নিয়ে পার্কে কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল… গাড়ি থেকে হুইল চেয়ারে করে ফুলের বাগানের সাইট দিয়ে ঘুরানো হয়েছিল। বাসার বাইরে নিয়ে ঘুরানোর জন্যই এটা করা হয়েছিল আর কি।
এবার লন্ডনে তারেক রহমানের বাসায় দুই ছেলের পরিবারের সদস্যদের নিয়ে একান্তে ঈদ উদযাপন করেন বেগম খালেদা জিয়া। লন্ডনে আছেন তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা।
বেগম খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করেছেন তিনি।
এর আগে, ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। এরও আগে এক-এগারোর পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন তিনি।