রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টানা মৃদু তাপপ্রবাহের পর অবশেষে রাজধানী ঢাকায় দেখা মিলল বৃষ্টির। আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।
চমকাচ্ছে আকাশও। যদিও এর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বলেছিল, আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের পাঁচ বিভাগে হতে পারে ঝড়বৃষ্টি।
রাজধানীর উত্তরা থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্ত রহিমা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঝড়ো হাওয়া শুরু হয়। এরপর বৃষ্টি শুরু হয়েছে।
রামপুরা এলাকা থেকে উদ্যোক্তা শাহীনুর আলীম জানান, সন্ধ্যা থেকে ঝড়ো হাওয়া বইছে। সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি শুরু হয়।
এ ছাড়া রাজধানীর লাগবাগ, পুরান ঢাকা, গুলিস্তানেও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এ সময়ে এসব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্য জেলাগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত সারাদেশে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।