বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে সুখেই সংসার করছেন রণবীর কাপুর। তাদের সুখী দাম্পত্য জীবনে রয়েছে একটি কন্যা সন্তান।
নাম রাহা। কিছুদিন আগে জানা গেছে, আবারও মা হতে যাচ্ছেন আলিয়া। এর মধ্যেই নতুন খবরে নড়েচড়ে বসেছেন এ দুই তারকার ভক্তরা।
রণবীরের জীবনে এন্ট্রি ঘটছে সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের। যদিও দীপিকা চুটিয়ে সংসার করছেন আরেক অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। তাদেরও রয়েছে এক কন্যা সন্তান। নাম দুয়া। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন এ অভিনেত্রী। তাহলে কীভাবে রণবীর-আলিয়ার সংসারে হানা দেবেন দীপিকা।
বিষয়টি খোলসা করেছেন বলিউডের প্রভাবশালী নির্মাতা সঞ্জয়লীলা বানশালি। রণবীর-আলিয়া-ভিকিকে নিয়ে ত্রিকোণ প্রেমের গল্পের জাল বুনছেন এ নির্মাতা। সবকিছুই ঘটছে তার আগাম সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’র সৌজন্যে। এরই মধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। এ সিনেমায়ই দীপিকার আগমন ঘটবে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
সর্বশেষ ২০১৫ সালে ‘তামাশা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এক সময় চুটিয়ে প্রেম করা এ দুই তারকাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। দীর্ঘ এক দশক পর আবারও পর্দায় তাদের রসায়ন দেখতে পাবেন দর্শক। তবে এর মধ্যেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এ সাবেক প্রেমিক যুগলকে কী কোনো ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে? যদি যায়, তাহলে তখন তাদের মনের অবস্থাই বা কী হবে, কিংবা দুজনের বর্তমান জীবনসঙ্গী (আলিয়া ও রণবীর সিং) বিষয়টি কীভাবে নেবেন? তাদেরই বা মনের অবস্থা কী হবে? গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে অতিথি চরিত্রে।
শুধু তাই নয়, সিনেমায় সাবেক প্রেমিক যুগলের বোল্ড রোমান্টিক দৃশ্যও থাকতে পারে। দীপিকার চরিত্রের ব্যপ্তি হতে পারে ৪০ মিনিট। বোল্ড রোমান্টিক দৃশ্যের কারণে সেন্সরে সিনেমাটির সার্টিফিকেট হবে ‘অ’ ক্যাটাগরির। সূত্র অনুযায়ী, দীপিকা এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি। যেহেতু সঞ্জয়লীলা বানশালির সিনেমা এটি, এবং এ নির্মাতার সঙ্গে অভিনেত্রীর দারুণ বন্ডিং রয়েছে, তাই কাজটিতে হয়তো তিনি ‘না’ করবেন না।
তবে, অভিনেত্রী কিংবা নির্মাতা-কারও কাছ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো জানানো হয়নি। উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর এবং ভিকি কৌশল ভারতীয় সেনাবাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। এটি ২০২৬ সালে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে।