আজ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ||
৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে বাংলাদেশ
বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম : আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা হয়নি বাংলাদেশের। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে তাই খেলতে হবে বাছাইপর্ব।
পাকিস্তানে আজ বুধবার (৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে ৬ দলের বিশ্বকাপ বাছাইপর্ব। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল। থাইল্যান্ড নারী দলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। বাছাইপর্ব উপলক্ষে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। স্কটল্যান্ডের সঙ্গে প্রথমটি নিগার-নাহিদারা জিতেছে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বিশাল ব্যবধানে।
চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এর আগে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হারিয়ে ফেলে। ফলে, বিশ্বকাপ খেলতে হলে বাছাইপর্ব জিততে হবে।
থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশ খেলবে বাকি চার প্রতিপক্ষের সঙ্গেই। রাউন্ড রবিন টুর্নামেন্টে বাংলাদেশের পরের প্রতিপক্ষগুলো যথাক্রমে—আয়ারল্যান্ড (১৩ এপ্রিল), স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও পাকিস্তান (১৯ এপ্রিল)।