বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: পতৌদি পরিবারের নবাব ও জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন পরিচালক করণ জোহর। সবার ভাগ্য ইব্রাহিম আলি খানের মতো হয় না।
কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এ নবাগত অভিনেতা।
সিনেমা মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম আলি খান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ইব্রাহিমের প্রথম সিনেমা ‘নাদানিয়া’। তার অভিনয় দক্ষতা নিয়ে কাটাছেঁড়া চলছে সামাজিক মাধ্যমে। এবার ভাইপোর পাশে দাঁড়ালেন ফুফু সোহা আলি খান। পাশাপাশি যে উপদেশ দিলেন অভিনেত্রী।
সিনেমা দেখার পর অনেকেই দাবি করেছেন, ইব্রাহিমের ক্যারিয়ার বেশি দূর অগ্রসর হবে না। কারণ এ সিনেমাতে তার অভিনয় দর্শকদের মন জয় করতে পারেনি। একইভাবে সমালোচিত হয়েছেন ইব্রাহিমের সহ-অভিনেত্রী খুশি কাপুর। সোহা বলেন, অভিনেতাদের আসলে খুব সহজে নিশানায় ফেলা যায়।
সোহা নিজে বিদেশের চাকরি ছেড়ে বলিউডে পা রেখেছিলেন। বেশ কিছু সিনেমা করেন, কিন্তু সেভাবে সাফল্য পাননি। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে আছেন। তবে ভাইপোর ক্যারিয়ার সবে শুরু হয়েছে। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নিজের গায়ের চামড়া মোটা করতে হবে। যে যা বলবে, সেটি যেমন শোনার দরকার নেই; আবার কিছু সময় মানুষের বক্তব্য জানার প্রয়োজন রয়েছে। নিজের শিল্পের প্রতি সৎ থাকো এবং কাজ কর। সাফল্য বা ব্যর্থতা কোনটাই নিজের ওপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না।