সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
এম এ সগির, র্কোট রিপোর্টার: জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ৪ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ১২ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়৷ বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি হবে।