খবরটি জানিয়েছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা ওমর সানী। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি। ’
ওমর সানী জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন যে, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন! গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই। ’
এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। সানী বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।