শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে কমানো হলো তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। চলতি মে মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। আজ রোববার (৪ মে) বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৪৯১ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৭৮৯ টাকা, ১৬ কেজির দাম এক হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ১৪৬ টাকা, ২০ কেজির দাম দুই হাজার ৩৮৫ টাকা, ২২ কেজির দাম দুই হাজার ৬২৩ টাকা, ২৫ কেজির দাম দুই হাজার ৯৮১ টাকা, ৩০ কেজির দাম তিন হাজার ৫৭৭ টাকা, ৩৩ কেজির দাম তিন হাজার ৯৩৫ টাকা, ৩৫ কেজির দাম চার হাজার ১৭৩ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৩৬৬ টাকা।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, মে মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল দেশে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪৭৮ টাকা। একইসঙ্গে গত রোববার অটোগ্যাসের দাম কমিয়েছে বিইআরসি। মে মাসে ভোক্তা পর্যায়ে ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।