স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের সঙ্গে ড্র করেছে টাইগাররা। তবে সে ম্যাচ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক।
কেননা, ম্যাচের শেষ দিকে একটু ধীরগতিতেই ব্যাট করেছেন টাইগার ব্যাটাররা। তবে এর ব্যাখ্যায় বলা হয়েছে, বৃষ্টির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে টাইগারদের। প্রধান কোচ ফিল সিমন্সও অবশ্য একই কথা বলেছেন। তবে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না সিমন্স।
প্রথম ম্যাচ ড্র হওয়ায় কলম্বোতে দ্বিতীয় টেস্ট হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। গল টেস্ট ড্র করার আগে অবশ্য টাইগারদের সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না। তবে সে ম্যাচ ড্র করায় কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। তবে আগের ম্যাচ ড্র হলেও দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছেন না প্রধান কোচ ফিল সিমন্স।
‘স্বাগতিক দল তো ভালো ক্রিকেট খেলছে। তাই ম্যাচ জেতা সহজ হবে না। তবে আমরা জয়ের চেষ্টাই করবো। গল টেস্টেও একই চেষ্টা করেছি। জয়ের পথটা খুঁজে বের করতে হবে। (গলে) উইকেট খুব ভালো ছিলো, শেষ দিকেও ব্যাটাররা সুবিধা করে নিচ্ছিলো। তাদের আবার দুই বাঁহাতি বোলার ছিলো। বৃষ্টির কারণে অনেক ওভার শেষ হয়ে যায়। এ কারণে আমাদের পরিকল্পনা বদলাতে হয়েছে।
আগের ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সিমন্স জানালেন, শান্ত ঠিকঠাক আছে। ‘ও (শান্ত) ঠিকঠাক আছে। আঙুলে একটু চোট পেয়েছিলো। তবে স্কিপার (অধিনায়ক) ঠিকঠাক আছে।
গলের আত্মবিশ্বাস কলোম্বোতে কাজে লাগাতে হবে। এ বিষয়ে সিমন্স বলেন, ‘গত ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম টেস্টে আমরা একটু স্লো থাকি। তবে এবার আমরা শুরু থেকেই ভালো করেছি। এটা দলের সবাইকে আত্মবিশ্বাস দিচ্ছে। সবাই নিজেদের সামর্থ্য ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্টে নামছে।
পরে কলম্বোর উইকেট নিয়ে সিমন্স বলেছেন, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আজ এখনও দেখিনি, গতকাল দেখেছি। ভালো উইকেটই ছিল। কাল এসে আমরা গলের মতোই যত বেশি সম্ভব হার্ড খেলার চেষ্টা করব। আমাদের আগের লেভেলে থাকতে হবে কিংবা আরও ভালো খেলতে হবে।’
বুধবার (২৫ জুন) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।