ভুটানের বিপক্ষে ড্রতে শিরোপার লড়াইয়ে পিছিয়ে গেল বাংলাদেশ
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের সম্ভাবনা থেকে অনেকটা দূরে সড়ে গেল বাংলাদেশ। ফিরতি ম্যাচে বাংলাদেশের মেয়েদের রুখে দিয়েছে স্বাগতিক ভুটান।
আজ শুক্রবার (২৯ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পূর্ণিমা-সৌরভীরা। এর আগে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচে হেরেছে তারা। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এখন ভারতের পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।
এদিন ম্যাচের শুরুতেই পূর্ণিমা মারমার গোলে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে থেকে লং শটে ভুটানের জালে বল জড়িয়ে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন পূর্ণিমা। কিন্তু লিডটা তারা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণভাগে হাইলাইন ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে স্বাগতিকদের সমতায় ফেরান চোর্টেন জাংমো।
এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে করেও গেলেও ব্যবধানটা আর বাড়াতে পারেনি বাংলাদেশ। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত ১-১ গোলে সমতা নিয়েই ফিরতে হয়েছে পূর্ণিমা-সৌরভীদের।
টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে চারটি দল। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান প্রতিটি দলই এক অপরের মুখোমুখি হচ্ছে দুইবার করে। প্রত্যেকের ছয়টি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে শিরোপা।
এই ম্যাচে ড্র করার ফলে টুর্নামেন্টে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের পয়েন্ট ১০। অন্যদিকে চার ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে ভারতের পয়েন্ট ১২। আজ নেপালের বিপক্ষে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে ভারত। আর যদি ড্র করে বা হেরে যায় তাহলে বাংলাদেশের আশা কিছুটা হলেও বেঁচে থাকবে।