সোমবার, ২১ জুলাই, ২০২৫
স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: সাদা পোশাকে বাংলাদেশের সেরা ব্যাটার মুমিনুল হক। কিন্তু, হাসছে না তার ব্যাট।
ব্যর্থতার ধারাবাহিকতায় বিজয়ের শূন্য
আরও একবার ব্যর্থ হয়ে ফিরলেন এনামুল হক বিজয়। ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না এই বাংলাদেশি ওপেনার। বিজয়ের বিদায়ে প্রথম টেস্টের পর এই টেস্টেও বাংলাদেশের শুরুটা ভালো হলো না। গল টেস্টের প্রথম ইনিংসের মতো কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও ১০ বলে শূন্য রানেই ফিরলেন তিনি। উইকেট শিকারিও সেই পেসার আসিতা ফার্নান্ডো।
কলম্বো টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বোতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে্যেছ বাংলাদেশ। গলে টেস্ট ড্র করে এবার সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ বুধবার (২৫ জুন) সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।