তবে তাইজুলের জোড়া শিকারে তৃতীয় দিনে উড়ন্ত শুরু পেয়েছে টাইগাররা।
৮৯ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৫ রান। প্রবথ জয়সুরিয়া ১০ রানে এবং কামিন্দু মেন্ডিস ১৪ বলে ২১ রানে ব্যাট করছেন।
শুক্রবার (২৭ জুন) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আগের দিন ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ডি সিলভাও। ১০ বলে ৭ রান করে তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক। এতে ৩১৩ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
এর আগে, দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছিল শ্রীলঙ্কা।