মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
সৈয়দ বদরুল আলম, নিজস্ব প্রতিনিধি: গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ে শহিদদের ঋণ পরিশোধের এখনই সময় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের বাংলাদেশে, জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে; লাখো শহিদের কাঙ্ক্ষিত একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে; শহিদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। ’
আজ মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিএনপির আলোচনা সভা ও শহিদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।