স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ক্লাব বিশ্বকাপে নিজের সেরাটা না দিতে পারলেও মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমতো উড়ছেন লিওনেল মেসি। টানা চার ম্যাচে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
সবশেষ নিউইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়ে রেকর্ড গড়েছেন মেসি।
বৃহস্পতিবার (১০ জুলাই) নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। যেখানে জোড়া গোল করেছেন মেসি। এতে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন মেসি।
গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির গোলের এই যাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং আজ নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করলেন। তাতে লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত মেসির দল। জয় চারটিতে, ড্র একটি।