বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে নির্বাচন কমিশনে। নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কর্মবণ্টন করে এরই মধ্যে পাঁচটি কমিটি গঠন করেছে কমিশন।
কমিটির কার্যপরিধি
ক) নির্বাচন পরিচালনার কাজের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ;
খ) নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের তদারকি ও সমন্বয়;
গ) পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, সশস্ত্র বাহিনী, আনসার ও অন্যান্য সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতকরণ;
ঘ) ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় সাধন;
ঙ) ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ ও ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা প্রদান;
চ) নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সব বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলার আশঙ্কা নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং
ছ) প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।