মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে অল্পতে বেঁধে ফেলেছেন তারা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ রোববার (২০ জুলাই) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। আগে ব্যাট করে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১১০ রান।
একাদশে জায়গা পেয়েই উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ। ওপেনার সাইম আইয়ুবকে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান তাসকিন। সাঈম করেন ৬ রান। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হারিসকে সাজঘরের পথ দেখান শেখ মেহেদি। ৪ রানে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন হারিস। অধিনায়ক আগা সালমানকে ৩ রানে আউট করেন তানজিম সাকিব। উইকেটের পেছনে সালমান হন লিটনের তালুবন্দি।
পাওয়ার প্লেতে চতুর্থ ব্যাটার হিসেবে বিদায় নেন হাসান নাওয়াজ। রানের খাতা খোলার আগে মুস্তাফিজুর রহমানের বলে রিশাদ হোসেনের ক্যাচে পরিণত হন। পঞ্চম ব্যাটার হিসেবে রানআউট হন মোহাম্মদ নাওয়াজ। মাত্র ৩ রান করেন তিনি। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হেয়ে পড়ে পাকিস্তান।
দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন ওপেনার ফখর জামান। তবে, দলীয় ৭০ রানে বিদায় নেন তিনি। রানআউট হওয়ার আগে ফখর খেলেন ৩৪ বলে ৪৪ রানের ইনিংস। ধীরলয়ে ব্যাটিং করে খুশদিল শাহ করেন ২৩ বলে ১৭। তাকে রিশাদের ক্যাচ বানান মুস্তাফিজ। শেষ দিকে পাকিস্তানের পুঁজি বাড়ান আব্বাস আফ্রিদি। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ২২ রান।
বাংলাদেশের পক্ষে ২২ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন। ৬ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৯.৩ ওভারে ১১০/১০ (ফখর ৪৪, আইয়ুব ৬, হারিস ৪, সালমান ৩, হাসান ০, নাওয়াজ ৩, খুশদিল ১৭, আব্বাস , ফাহিম ৫, মির্জা ০, আবরার ০*; মেহেদি ৪-০-৩৭-১, তাসকিন ৩.৩-০-২২-৩ , সাকিব ৪-০-২০-১, মুস্তাফিজ ৪-০-৬-২, শামীম ১-০-২-০, রিশাদ ৩-০-১৯-০)