মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
আমিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকার্ত পরিবারগুলোকে এই কঠিন সময় সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।