সোমবার, ২৮ জুলাই, ২০২৫
লিটন মোল্লা, নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই বলে, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ানোর চেষ্টা হচ্ছে—আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই গণঅভ্যুত্থান না হলে তো আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পেতেন না।