রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
লিটন মোল্লা, নিজস্ব প্রতিনিধি: তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ যা জামায়াতে ইসলামী চালু করেছিল, তা ছিল একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা—এমনটাই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার (১৯ অক্টোবর) নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করে অভিযোগ করেন যে, এই আন্দোলন ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জুলাই উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল।