বুধবার, ৩০ জুলাই, ২০২৫
আমিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: তুলনামূলকভাবে বেশি মুনাফা এবং মাসিক মুনাফা উত্তোলনের সুবিধার কারণে ‘পরিবার সঞ্চয়পত্র’ দেশে ব্যাপক চাহিদাসম্পন্ন একটি বিনিয়োগ মাধ্যম হয়ে উঠেছে। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে বার্ষিক মুনাফার হার দাঁড়ায় ১১ দশমিক ৯৩ শতাংশ, যা বর্তমানে চালু থাকা সঞ্চয়পত্রগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
জাতীয় সঞ্চয় অধিদফতরের অধীন বর্তমানে যত ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘পরিবার সঞ্চয়পত্র’। ২০০৯ সালে জাতীয় সঞ্চয় অধিদফতর এ সঞ্চয়পত্র চালু করে।
কত টাকায় কেনা যায় পরিবার সঞ্চয়পত্র
পরিবার সঞ্চয়পত্র ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ এবং ১০ লাখ টাকার মূদ্রায় কেনা যায়। এর মেয়াদ নির্ধারিত ৫ বছর।
যেভাবে কেনা ও নগদায়ন করা যায়
পরিবার সঞ্চয়পত্র কেনা ও নগদায়ন করা যায় জাতীয় সঞ্চয় ব্যুরো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব শাখা, বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে।
বিনিয়োগে মুনাফার হার
সরকার ১ জুলাই থেকে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার হ্রাস করেছে। তবে বিনিয়োগকারীদের ক্ষেত্রে দুটি ধাপ নির্ধারণ করা হয়েছে— প্রথম ধাপ: ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী; দ্বিতীয় ধাপ: ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী।
প্রথম ধাপের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার:
প্রথম বছর: ৯.৮১%
দ্বিতীয় বছর: ১০.২৯%
তৃতীয় বছর: ১০.৮০%
চতুর্থ বছর: ১১.৩৫%
পঞ্চম বছর: ১১.৯৩%
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার:
প্রথম বছর: ৯.৭২%
দ্বিতীয় বছর: ১০.১৯%
তৃতীয় বছর: ১০.৭০%
চতুর্থ বছর: ১১.২৩%
পঞ্চম বছর: ১১.৮০%
উৎসে কর
পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রাপ্ত মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়। তবে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগে উৎসে কর হয় ১০ শতাংশ।
কারা কিনতে পারবেন পরিবার সঞ্চয়পত্র
তিন শ্রেণির বিনিয়োগকারী পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন:
১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী যেকোনো বাংলাদেশি নারী,
যেকোনো শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশি নাগরিক (নারী ও পুরুষ),
৬৫ বছর বা এর বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নারী বা পুরুষ।
ক্রয়ের ঊর্ধ্বসীমা
একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে। এটি শুধুমাত্র একক নামে ইস্যু করা হয়, যুগ্ম নামে নয়।
অন্যান্য সুবিধা
পরিবার সঞ্চয়পত্রের অন্যতম সুবিধা হলো মাসিক ভিত্তিতে মুনাফা উত্তোলন করা যায়। এ ছাড়া নমিনি নিয়োগ, পরিবর্তন ও বাতিলের সুযোগ আছে। বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনি তাৎক্ষণিকভাবে সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত নিয়মিত মাসিক মুনাফা গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র—এই তিন ধরনের সঞ্চয়পত্রে সম্মিলিতভাবে একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা এবং যুগ্ম নামে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। তবে, ‘পরিবার সঞ্চয়পত্র’ শুধুমাত্র একক নামে কেনা যায়।