রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- নিশাত ও রাসেল ওরফে পেস্টিং রাসেল।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মোহাম্মদপুরে কবজি কাটা আনোয়ার গ্রুপ রয়েছে। তারা সরাসরি বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এই গ্রুপের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি থেকে শুরু করে নানা সময়ে নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেই কবজি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।