স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠেয় হবে আগামী ১৯ নভেম্বর। তার আগেই দল গোছাতে মাঠে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
যেখানে বেশ এগিয়ে গত মৌসুমের পুরোনো দল ঢাকা ক্যাপিটালস।
গতকাল জানা গিয়েছিল, পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আপাতত মৌখিকভাবে তার সঙ্গে কথা-বার্তা ঠিক করে রেখেছে বলে জানা গিয়েছিল দলটির এক কর্মকর্তার বরাতে।
একদিন পার না হতেই এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ক্রিকেটার দলে ভেড়ানোর কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাসকিন আহমেদ নয়, জাতীয় দলের ওপেনার সাইফ হাসানকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস।
আজ শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাইফকে দলে ভেড়ানোর কথা জানায় ঢাকা।
লম্বা সময় পরে জাতীয় দলে ফিরে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের পরে আফগানিস্তান সিরিজেও নিজের ব্যাটিং প্রতিভা দিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছিলেন সাইফ। বর্তমানে জাতীয় দলে সাদা বলের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাসকিন আহমেদও জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার। তাদের দলে ভিড়িয়ে এবার লড়াইয়ের আভাস দিয়ে রাখছে ঢাকা।
প্রসঙ্গত, গত আসর দিয়ে বিপিএলে যাত্রা শুরু করে ঢাকাইয়া সিনেমার সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। গত আসরেও মাঝারি মানের দল গড়েছিল তারা। তবে সেভাবে সাফল্য আসেনি খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে খেলা দলটি। গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছিল তাদের। তবে ব্যবস্থাপনার দিক থেকে প্রশংসা কুড়িয়েছিল দলটি। এর ধারাবাহিকতায় এবারো ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব পেয়েছে।