নিজস্ব প্রতিনিধি,মাকাপুর: হাসপাতালে ভর্তি ছেলে আব্দুস সাত্তারকে দেখতে গিয়ে মারা গেছেন আবদুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি। তিনি চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (২ আগস্ট) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার আব্দুস সাত্তার (৩২) নামে এক ব্যক্তিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অসুস্থ ছেলেকে দেখতে হাসপাতালে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বাবা আব্দুর রহমান।
এ সময় তাকে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মৃতের বিয়াই নজরুল ইসলাম জানান, ছেলের সঙ্গে ওয়ার্ডে দেখা করে আমার দুজন হাসপাতালের নিচে এসে বহির্বিভাগের সামনের চেয়ারে বসে গল্প করছিলাম। এক পর্যায়ে হঠাৎ করে বেয়াই মুখ থুবড়ে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।