সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস ও দাউদকান্দি অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে নিহত কিলার মামুনের অন্যতম প্রধান সহযোগী রাকিবুল ইসলাম বুলেট ও ছোট মামুনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
অন্ধকার জগতের অন্যতম ডাকাত সদস্য বুলেট তিতাসের নারান্দিয়া ইউনিয়নের তারিয়াকান্দির আঃ লতিফের ছেলে ও জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে ছোট মামুন।