লিটন মোল্লা, নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা এটিকে গুরুত্ব দিয়ে পড়ব এবং পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাব। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।