স্পোর্টস ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত– কেউই স্লট দিতে পারছে না বাংলাদেশকে। ফলে সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিগার সুলতানা জ্যোতিদের দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলা হচ্ছে না।
ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি বলতে শুধু নিজেদের মধ্যে খেলা। ছেলেদের বয়সভিত্তিক দলের সঙ্গে ম্যাচ খেলে নিজেদের পরখ করে দেখছে জাতীয় নারী ক্রিকেট দল।
জ্যোতিদের প্রস্তুতিতে অপূর্ণতা বলতে বিদেশি দলের সঙ্গে খেলতে না পারা। এছাড়া বাকি সব ভালো বলে দাবি বাংলাদেশ অধিনায়কের। তিন-তিনটি কন্ডিশনে ক্যাম্প করা, সিলেট অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ছেলেদের জাতীয় অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে একটি টুর্নামেন্ট আছে। কোচ সারওয়ার ইমরানের মতে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হচ্ছে।
বিশ্বকাপের স্কিল ক্যাম্প শুরুর আগে কক্সবাজারে কন্ডিশনিং ট্রেনিং হয়েছে নারী দলের। খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন জ্যোতি। তাঁর দাবি ফিট থাকায় স্কিল প্রশিক্ষণ নেওয়া সহজ হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে একটি আন্তর্জাতিক সিরিজ পেলে প্রস্তুতিটা ভিন্ন হতে পারত। কোনো দল না পাওয়ায় ক্যাম্পের ওপরই জোর দেওয়া হয়েছে। চেষ্টা ছিল ব্যাটিং নিয়ে বেশি কাজ করা। কারণ আমরা ধারাবাহিক রান করতে পারি না। এক-দুজন রান করে, বাকিরা ব্যর্থ হয়। ব্যাটিং ইউনিট যেন শক্তিশালী হয়, সে চেষ্টা ছিল। কারণ স্কোরবোর্ডে রান না থাকলে বোলারদের কিছু করার থাকে না। তাই গত তিনটি ক্যাম্পেই ব্যাটিং ও ফিল্ডিংয়ে জোর দেওয়া হয়েছে।
দেশের তিনটি ভিন্ন কন্ডিশনে ক্যাম্প করাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকে। মিরপুর, সিলেট ও বিকেএসপিতে সে পরিবেশ পেয়েছেন জ্যোতিরা।
নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, সিলেটে ছেলেদের সঙ্গে খেলা চারটি ম্যাচই ছিল আন্তর্জাতিক মানের। তাঁর মতে, ‘সিলেটে দারুণ একটা ক্যাম্প করেছি। বৃষ্টি মৌসুম হওয়ার পরও বেশির ভাগ দিন অনুশীলন করা গেছে। ওখানে পাঁচটি ম্যাচ ছিল, একটি নিজেদের মধ্যে, চারটি সিলেট অনূর্ধ্ব-১৫ ছেলে দলের বিপক্ষে। ছেলেদের বোলিং আন্তর্জাতিক নারী বোলারদের চেয়েও শক্তিশালী। মেয়েরা সেই মানের বোলিং মোকাবিলা করেছে। এই ম্যাচগুলো কোনো অংশে আন্তর্জাতিক সিরিজের চেয়ে কম না। সেদিক থেকে আমি বলব, বিশ্বকাপের প্রস্তুতি ভালো হচ্ছে।
বিকেএসপিতে দ্বিতীয় ধাপের ক্যাম্পে তিন দলের একটি টুর্নামেন্ট খেলবেন জ্যোতিরা। কোচ সারওয়ার ইমরান জানান, বিসিবি লাল ও সবুজ দলের সঙ্গে ছেলেদের জাতীয় অনূর্ধ্ব-১৫ দল খেলবে চ্যালেঞ্জ কাপ। রাউন্ড রবিন লিগে হবে খেলা। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই প্রস্তুতি সম্পর্কে কোচ ইমরানের, ‘প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে। একটি বিদেশি দলের সঙ্গে সিরিজ খেলা গেলে ভালো হতো। ওই কাজটি আমরা করতে পারিনি।’ তবে বিশ্বকাপ যাত্রার আগে মিরপুরে ছেলেদের সঙ্গে কিছু ম্যাচ খেলে সিরিজ না খেলতে পারার ঘাটতি পুষিয়ে নিতে চান কোচ।