প্রবাসী ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একরামুল হক (৩৪) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর এলাকার মজিবুল হকের ছোট ছেলে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ১৫দিন আগে একরামুল মোজাম্বিক হয়ে অবৈধ পথে দক্ষিণ আফ্রিকায় যান। শনিবার ভোরে সীমান্ত পার হয়ে ১৯ জন বাংলাদেশি মাইক্রোবাসে করে জোহানেসবার্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডেলমাসের উইটব্যাংক ওল্ড সড়কে গাড়িটি দুর্ঘটনার পতিত হয়। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি মারা যান এবং একরামুল গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
একরামুলের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার তিন বছরের একটি মেয়ে ও তিন মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
তার চাচাতো ভাই শহিদ উল্ল্যাহ মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, সরকারের পক্ষ থেকে নির্ধারিত সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও তিনি দেন।