রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
আসলাম আলম, নিজস্ব প্রতিনিধি: প্রদীপ কুমার দাশকে সিনহা হত্যার মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী উল্লেখ করে উচ্চ আদালত বলেছেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে সিনহা মো. রাশেদ খানের বুকের বাম পাজরে জুতা পরা পা দিয়ে জোরে আঘাত করে বুকের দুটি হাড় ভাঙাসহ গলার বাম পাশে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছে, যা প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্যসহ ময়নাতদন্ত প্রতিবেদনে প্রমাণিত।
সিনহা হত্যা মামলার রায়ে এমন মন্তব্য করেছেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ।