নিজস্ব প্রতিনিধি ,সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের পেশাদার ইয়াবা কারবারি হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হৃদয় উপজেলার সীমান্ত গ্রাম কলাগাঁও’র সুরুজ মিয়ার ছেলে ও একই গ্রামের মৃত ময়দরের ছেলে পেশাদার অপহরণকারি ,অস্ত্রকারবারি, ছিনতাইকারি, ইয়াবা ডিলার শামীম ওরফে হাতভাঙ্গা শামীম চক্রের সহযোগি।
রবিবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেন, তাহিরপুর থানার সেকেন্ড অফিসার নাজমুল ইসলাম।
এসআই নাজমুল জানান, ২০২৩ সালে থানায় দায়েরকৃত একটি ইয়াবা মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত হৃদয়কে শনিবার রাতে থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা তারই নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
উপজেলার কলাগাঁও সীমান্তের নানা শ্রেণিপেশার মানুষজন জানান,উপজেলার কলাগাঁও পশ্চিম পাড়ার মৃত ময়দরের ছেলে পেশাদার অপহরণকারি অস্ত্রকারবারি, ছিনতাইকারি, ইয়াবা ডিলার একাধিক মামলার আসামি শামীম ওরফে হাতভাঙ্গা শামীম চক্রের সহযোগি হিসাবে হৃদয় সহ চক্রের আরো কয়েকজন তাহিরপুরের চাঁনপুর থেকে, বড়ছড়া, ট্যাকেরঘাট, লাকমা, লালঘাট, চারাগাঁও, জঙ্গলবাড়ি বাগলী সীমান্ত এলাকা ইয়াবা বিক্রয় করে আসছে গত এক যুগের বেশী সময় ধরে।
ওই চক্রটি হাতভাঙ্গা শামীমের নেতৃত্বে ইয়াবা বিক্রয়ের পাশাপাশী সীমান্তের ওপারে এপারে ছিনতাই, অপরহরণ, অস্ত্র, ইয়াবা কারবার সহ নানা মুখী সীমান্ত অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে।
।