বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: টানা দুই বছর হলো পর্দায় নেই ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম। শেষ তাকে দেখা গেছে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাতে।
যেটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৪ নভেম্বর। এরপর বলতে গেলে সেভাবে তাকে আর পর্দায় পাওয়া যায়নি।
এরপর মিমকে যতটা দেখা গেছে ফেসবুকে স্থিরচিত্রে পারিবারিক আবহে। যেন দীর্ঘ এক অবকাশে বেরিয়ে পড়েছেন তিনি! অবশেষে ভক্তদের জন্য এলো সুখবর। মিম জানালেন, লম্বা বিরতি ভেঙে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, নতুন বছরেই সিনেমা হলে নতুন কাজ নিয়ে হাজির হবেন। চলছে তারই জোর প্রস্তুতি। ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন মিম।
সূত্রের খবর, নাম-পরিচয় প্রকাশ না করলেও এরইমধ্যে একটি বিশেষ সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। যদিও এ বিষয়ে এখনই টু-শব্দটিও করতে রাজি নন মিম। বললেন, ‘সময় হলে সব জানাবো।
তবে অভিনেত্রী জানিয়েছেন, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে।