বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: হ্যাভেনলি ক্রিয়েচারস (১৯৯৪), সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি (১৯৯৫), হ্যামলেট (১৯৯৬), টাইটানিক (১৯৯৭), আইরিশ (২০০১), ফাইন্ডিং নেভারল্যান্ড (২০০৪), ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড (২০০৪), লিটল চিলড্রেন (২০০৬), রেভল্যুশনারি রোড (২০০৮), দ্য রিডার (২০০৮)-সহ প্রতিটি সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়ানো হলিউডের তারকা অভিনেত্রী কেট উইন্সলেটকে দেখা যাবে আরেক নতুন ভূমিকায়।
দীর্ঘ অভিনয়জীবনের মতোই পরিপক্বতার ছাপ রেখে তিনি প্রথমবার ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন।