সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
এম এ সগির, র্কোট রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে ‘গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি’ একটি শো রুমে বিক্রি করে দিয়েছিলেন বলে আদালতকে বলেছেন ‘মালিক’ আব্দুল হান্নান।
রোববার সন্ধ্যায় রিমান্ড আবেদনের শুনানিতে তিনি বলেছেন, আমি এ হোন্ডাটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলাম।