বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১
কিশোর ফিচার ডেস্ক,সিএনএন বিডি ২৪.কম: কুমিল্লায় বাবুই পাখির আশ্রয়স্থল রক্ষা করে প্রশংসা কুড়িয়েছেন রিপন মিয়া নামে এক যুবক। বিক্রি করে দেয়া একটি তালগাছ ক্রেতারা কাটতে আসলে সেই গাছে থাকা বাবুই পাখির আশ্রয়স্থল রক্ষায় গাছটি কিনেন নেন রিপন নামে এক তরুণ।