শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী আর নেই। বেইলি রোডের ট্রাজেডিতে মারা গেছেন তিনি।
অভিশ্রুতি অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন। একইসঙ্গে তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সদস্য ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। তিনি ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অভিশ্রুতির সহকর্মী ও বন্ধুরা তার মরদেহ শনাক্ত করেন। ওই ভবনের একটি রেস্টুরেন্টে তিনি তার এক বন্ধুর সঙ্গে ছিলেন। ইডেন মহিলা কলেজের রাজিয়া হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভিশ্রুতি।