রবিবার, ২৯ জুন, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: মার্কিন সুপ্রিম কোর্ট ফেডারেল বিচারকদের ‘ইউনিভার্সাল ইনজাংশন’ ব্যবহারের ক্ষমতা সীমিত করার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় জয় হলেও, জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধের বিষয়ে তার নির্বাহী আদেশ কার্যকর হবে কিনা তা এখনও অনিশ্চিত।
ট্রাম্প জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বলা হয়, বাবা-মার অন্তত একজন মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী না হলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব স্বীকৃতি পাবে না।