শনিবার, ০৫ জুলাই, ২০২৫
লিটন মোল্লা, নিজস্ব প্রতিনিধি: রক্তাক্ত জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে লেখা অঙ্গীকার মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থান না হলে আগামী ২০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না।
আজ শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আল রাজি কমপ্লেক্সে ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।