আজ
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ||
১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ১১:০৭ অপরাহ্ন
আমি নিজের চেয়ে কম বয়সীর সঙ্গে ডেট করছি এটি আমার সাহস : মালাইকা
রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের সংসার জীবনের ইতি টেনে বলিউড ড্যান্সকুইন মালাইকা অরোরা প্রেম করছেন ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে। আর এ নিয়ে সমালোচনার তীর যেন বারবার তার দিকেই ছুটে যায়।
সম্প্রতি ফের সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মালাইকা।
মালাইকা বলেন, আমি শুধু বয়সে বড় নই, বরং নিজের চেয়ে কম বয়সী ব্যক্তির সঙ্গে ডেট করছি। এটি আমার সাহস। কিন্তু আমি তার জীবন খারাপ করছি না। আমি সবাইকে বলতে চাই— তার জীবন নষ্ট করছি না, অর্জুন কাপুর কোনো স্কুলগামী বাচ্চা নন, যে নিজের পড়াশোনা মন দিয়ে না করে অন্য কিছু করে বেড়াচ্ছে। আর এমনও নয় যে, আমরা ক্লাস ফাঁকি দিয়ে ডেট করছি।
অভিনেত্রী আরও বলেন, অর্জুন এবং আমি দুজনেই অ্যাডাল্ট। সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক। নিজেদের জীবনের যে কোনো সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি। যদি একজন বয়স্ক মানুষ একজন অল্প বয়সি মেয়েকে বিয়ে করেন, তখন তিনি ভালো খেলোয়াড়। আর এর উল্টোটা ঘটলেই, সবাই বলতে শুরু করে শুধু যৌনতার জন্য নারীটি এমন করছেন। কিন্তু কেন তখন এটিকে স্বাভাবিকভাবে নিতে পারেন না আপনারা?
এর আগে মালাইকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।