মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন। তিনি তার বক্তবে বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্ঠা সারা দেশে সিটি করপোরেশন, পৌরসভার সকল মেয়র ও কাউন্সিলরগনের সকল কার্যক্রম বাতিল করেছেন। ইতিমধ্যে সারাদেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপি সদস্যদেরকে তাদের কার্যক্রম থেকে অপসারন করার প্রক্রিয়া শুরু করেছেন। আমরা ইউপি সদস্য এলাকার জনগনের ভোটে নির্বাচিত। আমাদের কোন দল নেই। আমরা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, ওয়ারিশন সনদ, মৃত্যু সনদ সহ নানা মুখী সুবিধা দিয়ে আসছি। এখন স্থানীয় সরকার মন্ত্রনালয় আমাদের সদস্যপদ বাতিল করলে সাধারণ মানুষ রাষ্ট্রী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এমনিতেই শুনা যাচ্ছে আমাদের স্থলে বিদ্যালয়ের শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হবে। এমনটা হলে বিদ্যালয়ের শিক্ষার মান কমে যাবে। শিক্ষকগন স্থানয়ী এলাকাবাসী না হওয়ায় তাদের সহজে ওয়ার্ডবাসী কাছে পাবে না। সেই কারণেই এলাকাবাসী বিভিন্ন সুযোগ সুবিধা নিতে এসে হয়রানীর শিকার হবে। আমাদের কে যাতে অপসারণ না করা হয় সে জন্য মাননীয় উপদেষ্ঠার কাছে আমরা বিশেষ ভাবে অনুরোধ করছি।
এ সময় মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলুয়াড়ী ইউপির ইউপি সদস্য মোঃ ফয়জার রহমান, শিবনগর ইউপির ইউপি সদস্য মোঃ নুর ইসলাম (নুরু), মোঃ সিরাজুল ইসলাম, কাজিহাল ইউপির ইউপি সদস্য মোঃ তছলিম উদ্দীন, বেতদিঘী ইউপির ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, খয়েরবাড়ী ইউপির ইউপি সদস্য নুর ইসলাম, লিটন মন্ডল, এলুয়াড়ী ইউপির ইউপি সদস্য রনি ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা ৭টি ইউপির সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্যগণ।