বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিনিধি ,সিলেট : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ‘শুটার’ আনসার ও তার অপর সহযোগিসহ নাঈমকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব) গ্রেফতার করেছে।
গ্রেফতার আনসার আহম্মদ রাহুল সিলেট মহানগরীর মেজরটিলা সৈয়দপুর আবাসিক এলাকার বাসিন্দা উনাই মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম নাঈম মহানগরীর মেজর টিলা ইসলামপুর কলোনীর বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।