এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতার হলেন—নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার মুক্তার হোসেন ও মোহাম্মদ রুবেল।
ইপিজেড থানা পুলিশ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আগ্রাবাদের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।